সমাধি রীতিঃ ধর্ম-জাতি ভেদে ভিন্নতা কতখানি?
দীর্ঘ প্রতীক্ষা আর শত অসুস্থতা, বাধা পেরিয়ে পৃথিবীতে আসি আমরা। সাধারণত সেই আগমন ঘিরে হয় কত আনন্দ, কত কত উল্লাস। কোথাও কোথাও রীতিমতো ঢাক-ঢোল পিটানো হৈ-হুল্লোড় আর উৎসব। কিন্তু মৃত্যু? ওটা নীরবে হঠাৎ করে আসে। কাঁদায়, যন্ত্রণা দেয়। শূণ্যতা তৈরি করে পুরো অস্তিত্ব জুড়ে। তাই তো এই উপলক্ষে কোন উৎসব নেই আমাদের। নেই হৈ-চৈ করে […]