হুমায়ূন আহমেদ কিংবা একজন সিনে জাদুকর
বাংলা সাহিত্যের প্রবাদ পুরুষ হিসেবে হুমায়ূন আহমেদের নাম না আসলেও বিপ্লবী হিসেবে অনায়াসে তাঁকে গণ্য করা যাবে। বিপ্লবী বলাতে পাঠকের চোখে সাবলীলভাবেই ভেসে আসতে পারে চে গুভেরা, ফিদেল কাস্ত্রো, লেনিনের মতোন বিপ্লবের মহাপুরুষদের অবয়ব। হুমায়ূন আহমেদকে এঁদের সাথে মেলাতে পারছেন না কিছুতেই! মূলত বাংলা সাহিত্যে পাঠক সৃষ্টিতে হুমায়ূন আহমেদ যে অভাবনীয় পরিবর্তন এনেছেন, সেটি বিপ্লবের […]