আহমদ ছফার ওঙ্কার: ভাষার অব্যক্ত আর্তনাদ
হিন্দু-পুরাণ অনুযায়ী ওঙ্কার শব্দের অর্থ ‘আদি ধ্বনি বা সকল ধ্বনির মূল।’ নামান্তরেই একটা সুন্দর আবহ তৈরি করতে সক্ষম হয়েছেন লেখক আহমদ ছফা। এরপর গোটা লেখায় ফুটিয়ে তুলেছেন সৌন্দর্য। শব্দের ঠাসবুনটে একটু একটু করে গল্পের স্তর সাজান। মানুষের দুই রকম দৃষ্টি থাকে। বাহ্য দৃষ্টি, অন্তর দৃষ্টি। বাইরের দৃষ্টিতে দুনিয়া দেখি, অন্তর দৃষ্টি দেখায় অদেখা সামগ্রিকতাকে। তেমনি […]